ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
ভারতীয় সেনার ইতিহাসে আজ ১৬ ডিসেম্বর, বিজয় দিবস নামে পরিচিত। ১৯৭১ সালের আজকের দিনেই পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল ভারতীয় সেনা। ১৩ দিনের যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। স্বাধীন বাংলাদেশের রাজধানী হল ঢাকা।
১৬ ডিসেম্বর ভারতীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এক কালোদিন। আজকের দিনেই রাজধানী দিল্লিতে গণধর্ষিতা হয়েছিলেন এক তরুণী। চলন্ত বাসেই তাঁকে গণধর্ষণ করা হয়েছিল। সেই নির্ভয়ার জন্য বিচার চেয়ে গর্জে উঠেছিল গোটা দেশ। ২০২০ সালে চার অভিযুক্তকে ফাঁসির সাজার দিয়েছে আদালত।
পাকিস্তানের সামাজিক প্রেক্ষাপটে ১৬ ডিসেম্বর এক কালো দিন। ২০১৪ সালের আজকের দিনেই পেশোয়ারের এক সেনা স্কুলে হামলা চালায় তেহরিক-ই-তালিবানের জঙ্গিরা। সেই ঘটনায় ১৩৪ পড়ুয়া-সহ ১৫০ জনের মৃত্যু হয়েছিল।