ইতিহাসের পাতায় ১৫ ফেব্রুয়ারিতে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। জেনে নেওয়া যাক তার মধ্যে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা।
১৮৬৯ সালের আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন মির্জা গালিব। উর্দু এবং পার্সিয়ান ভাষার একাধিক কবিতা লিখেছেন তিনি। দিল্লির হজরত নিজামুদ্দিন অউলিয়াতে তাঁর স্মৃতিসৌধ রয়েছে। তাঁর প্রতিটি লেখনীর মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর মনে এখনও জীবিত রয়েছেন মির্জা গালিব।
১৫৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তিনি হলেন গ্যালিলিও গ্যালিলেই। তিনি প্রথম বলেছিলেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। যদিও এই তত্বের জন্য তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
খেলার সামগ্রী তৈরির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯০৩ সালের আজকের দিনেই সর্বপ্রথম টেডি বিয়ার তৈরি করা হয়েছিল। মরিশ মেকটম নামে এক ব্যক্তি সর্বপ্রথম ওই টেডিবিয়ার তৈরি করেছিলেন। যদিও এই পুতুল তৈরির জন্য প্রেসিডেন্ট থিওডোরের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন।