ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনে বেশ কয়েকটি বড়সড় ঘটনার সাক্ষী থেকেছিল পাকিস্তান। ১৯৯৯ সালের ১২ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল পারভেজ মুশারফ অভ্যুত্থান করেন। এবং তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে রাষ্ট্রের ক্ষমতা নিজের হাতে নেন। সেসময় নওয়াজ শরিফকে গ্রেফতারও করা হয়। তাঁর বিরুদ্ধে পারভেজ মুশারফের বিমান অপহরণ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ানোর অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের ৪০ জন সদস্য সৌদি আরবে চলে গিয়েছিলেন।
আজকের দিনে ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি চুক্তি সংগঠিত হয়েছিল। ২০১১ সালের ১২ অক্টোবরে হওয়া ওই চুক্তি অনুযায়ী ভিয়েতনামের একটি অংশ থেকে তেল উত্তোলন করতে পারবে ভারত। আগে থেকে চিন ওই জায়গাটি নিজেদের বলে দাবি করে আসছিল।
আজকের দিনের প্রয়াত হয়েছিলেন রাম মনোহর লোহিয়া। ১৯৬৭ সালের ১২ অক্টোবর মৃত্যু হয় তাঁর। ভারতের স্বাধীনতা সংগ্রামে অতি সক্রিয় ভূমিকা ছিল তাঁর। ভারতীয় রাজনীতিতে অ-কংগ্রেসি নির্মাণকারী হিসেবে পরিচিত ছিলেন তিনি।