ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ইতিহাসের পাতায় আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৯১১ সালের ১২ ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয়ে করা হয় দিল্লিতে। ওই ঘোষণা করেন ব্রিটেনের তৎকালীন রাজা পঞ্চম জর্জ। তিনি ওই সময়ই প্রথম ভারতে আসেন। এদিকে রাজধানী স্থানান্তরের জন্য গোটা দিল্লি সাজিয়ে তোলা হয়।
বাঙলা সাহিত্য জগতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৮২ সালে আজকের দিনেই প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আনন্দমঠ উপন্যাস। মূলত সন্নাসী আন্দোলনকে সামনে রেখেই ওই উপন্যাস রচনা করেছিলেন তিনি।
রজনীকান্তের নাম মোটামুটি সকলের জানা। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর দক্ষিণী স্টার অভিনেতা রজনীকান্ত জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম শিবাজী রাই গায়েকোয়াদ। যদিও তাঁর ফ্যান-ফলোয়ার্সরা তাঁকে থালাইভা নামেই ডাকতে পছন্দ করেন। প্রথম জীবনে কন্ডাক্টর এবং মালবাহক হিসেবে কাজ করতেন রজনীকান্ত।