ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ভারতের সঙ্গীতের ইতিহাসে আজ এক বেসুরো দিন। ২০১১ সালে এই দিনেই প্রয়াত হয়েছিল গজল সম্রাট জগজিৎ সিং। রাজস্থানের বিকানিরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সত্তরের দশকের মাঝামাঝি চলে এসেছিলেন মুম্বই। এরপর বাকিটা ইতিহাস। ১৮ বছরের ছেলেকে পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন। কিন্তু সুর তাঁর থেমে থাকেনি।
ব্যঙ্গচিত্র। এই শব্দটা বললে কার কথা প্রথম মনে আসে বলতে পারেন। আজ সেই ব্যক্তির জন্মবার্ষিকী। ঠিক ১৯০৬ সালের আজকের দিনেই তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন আর কে নারায়নণ। তাঁর কল্পজগতে তৈরি মালগুড়ি সত্যিই বাস্তব রূপ পেয়েছিল। পরবর্তী সময়ে তা ছোট বাক্সের পর্দায় তুলে ধরা হয়েছিল। জরুরি অবস্থার সময় তাঁর তৈরি কার্টুন বদলে দিয়েছিল ভারতীয় সংবাদপত্রের সজ্ঞাকে।
আজ থেকে নয় বছর আগে এই দিনেই আরও একটা নোবেল এসেছিল ভারতে। ২০১৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন ভারতের কৈলাশ সত্যার্থী। তাঁর সঙ্গেই নোবেল জিতেছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজায়ি। ২৬ বছর বয়সে চাকরি ছেড়ে, শিশুদের জন্য কাজ করা শুরু করেছিলেন কৈলাশ।