কর্ণাটকের(Karnataka) হিজাব বিতর্কের আঁচ পড়েছে উত্তরপ্রদেশেও(Uttar Pradesh)। উত্তরপ্রদেশের আলিগড়ের(Aligarh) ধর্ম সমাজ কলেজ জানায়, ধর্মীয় পরিচয় বহন করে এমন কোনও পোশাক পরে আসা যাবে না। এই মর্মে একটি নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
ধর্ম সমাজ কলেজের অধ্যক্ষ ড. রাজকুমার বর্মা জানিয়েছেন, ‘আমরা কোনও পড়ুয়াকে মুখ ঢেকে কলেজে ঢুকতে দেব না। কলেজের মধ্যে কোনও পড়ুয়া হিজাব বা গেরুয়া উত্তরীয় পরে থাকতে পারবে না।’
সম্প্রতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) পড়ুয়ারা কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাবের(Hijab) দাবিতে মিছিল করেন। এরপরেই ধর্ম সমাজ কলেজ কর্তৃপক্ষ ধর্মীয় পোশাক নিয়ে এই নির্দেশিকা জারি করল। মিছিলের ঠিক দু'দিন পরেই হিজাবে(Hijab) নিষেধাজ্ঞা জারি করে ধর্ম-সমাজ কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন- TMC: তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক আজ, কোন পদে কে স্থির হওয়ার সম্ভাবনা
কর্ণাটকের(Karnataka) নতুন ইউনিফর্ম নীতিতে মুসলিম ছাত্রীদের শ্রেণিকক্ষে হিজাব(Hijab) পরতে বাধা দেওয়ার পর পরিস্থিতি সামলাতে গত সপ্তাহেই কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই মুসলিম ছাত্রদের বিক্ষোভ এবং হিন্দু ছাত্রদের পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটক(Karnataka)।
কর্ণাটকে হিজাব-বিতর্ক অব্যাহত। চিকমাগালুর, উদুপি, শিবামগ্গা, গাদাগ, চিত্রদুর্গা জেলার কলেজগুলিতে বিক্ষোভ(Agitation) দেখাচ্ছেন পড়ুয়ারা। পুলিশের(Police) হুঁশিয়ারি, কোনও পড়ুয়া যদি কলেজে অচলাবস্থা বা বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে মামলা দায়ের করা হবে। সংশ্লিষ্ট পড়ুয়াদের কলেজ থেকে বেরও করে দেওয়া হবে।