কর্নাটকের হিজাব বিতর্কের (Hijab Controversy) আঁচ এবার তামিলনাড়ুতেও (Tamilnadu) । শনিবার তামিলনাড়ুতে পুরভোট ছিল । সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি বুথে ভোট দেওয়ার সময় হিজাব পরা এক মহিলাকে হেনস্থা করা হয় । তাঁকে ভোট দানে বাঁধা দেন বিজেপির (BJP) বুথ কর্মী । ওই মহিলা ভোটারকে হিজাব খুলে ভোট দিতে বলেন তিনি । এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ।
ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহিলাকে হিজাব খুলে ভোট দিতে বলেন বিজেপির বুথ কর্মী । কিন্তু, তিনি তা মানতে অস্বীকার করেন । বুথের এক কোণে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে কাগজ নেড়ে চিৎকার করে কিছু বলতেও শোনা যায় ওই বুথ কর্মীকে ।
আরও পড়ুন, Hijab Controversy: হিজাব বিতর্কের আঁচ উত্তরপ্রদেশেও, কলেজে হিজাব-গেরুয়া স্কার্ফ পরায় নিষেধাজ্ঞা জারি
ঘটনায় পরে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা এবং পুলিশ হস্তক্ষেপ করে । ডিএমকে (DMK) ও এআইএডিএমকে (AIDMK)-র কর্মীরা ওই মহিলাকে সমর্থন করেন এবং তাঁকে ভোটাধিকার প্রয়োগ করতে সহায়তা করেছেন । পুলিশ ওই বিজেপি কর্মীকে বুথ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় ।
কর্নাটক নতুন ইউনিফর্ম নীতিতে মুসলিম ছাত্রীদের শ্রেণিকক্ষে হিজাব(Hijab) পরতে বাধা দেওয়ার পর পরিস্থিতি সামলাতে গত সপ্তাহেই কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই মুসলিম ছাত্রদের বিক্ষোভ এবং হিন্দু ছাত্রদের পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কর্ণাটক(Karnataka)। বিষয়টি কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে ।