ইন্ডিয়া জোটের প্রথম নেতা হিসাবে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। কিন্তু কোন অভিযোগ তাঁকে গ্রেফতার করল ইডি। বুধবার হেমন্তকে গ্রেফতারের পর ইডির দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সব জেনে ভারতীয় সেনার জমি বেআইনি ভাবে জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়া। ওই জমির আনুমানিক পরিমান ৭.১৬ একর।
এই জমি কেলেঙ্কারির তদন্তে এর আগেও ১৪ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রদীপ নামে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি। তার বিরুদ্ধেই প্রথম অভিযোগ করেছিলেন রাঁচি পুরসভার এক আধিকারিক। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি।
তদন্তে জানা যায় এই জমির আসল মালিক বিএল লক্ষ্মণ। যিনি এই জমি ভারতীয় সেনার নামে লিখে দিয়েছিলেন। যার দাম প্রায় ২২ কোটি টাকা। সেই জমির ভুয়ো কাগজ বানিয়ে মাত্র সাত কোটি টাকায় বিক্রি করা হয়েছিল পশ্চিমবঙ্গে এক চা বাগান মালিককে। বিক্রি করেছিলেন প্রদীপ নামের ওই ব্যক্তি। ইডির দাবি, গোটা ঘটনা জেনেও চুপ করে যায় হেমন্ত সোরেন।
তবে দুর্নীতির দায়ে হেমন্ত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী নন। এর আগে একই অভিযোগে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের আরও দুই মুখ্যমন্ত্রী। এরমধ্যে একজন কংগ্রেসের মধু কোড়া এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন। যিনি ভারতীয় রাজনীতিতে পরিচিত গুরুজি বলেই।