ঝাড়খণ্ড রাজনীতিতে নাটকীয় পালাবদল। গ্রেফতারির আশঙ্কা থেকে বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। রাজভবনে গিয়ে নিজের ইস্তফা দিয়ে এসেছেন তিনি। হেমন্তের বদলে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সোরেন। জমি কেলেঙ্কারির অভিযোগে এদিন হেমন্ত সোরেনকে প্রায় সাত ঘণ্টা জেরা করে ইডি।
রাঁচির কাছে প্রায় আট একর একটি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তার তদন্তে এদিন রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। রাত সাড়ে আটটার কিছু পরে মুখ্যমন্ত্রীর বাড়ি ছাড়েন এজেন্সির কর্তারা। তার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন হেমন্ত।
প্রথমে ঠিক ছিল তাঁর ছেড়ে যাওয়া আসনে বসবেন স্ত্রী কল্পনা সোরেন। সেইমতো পরিকল্পনাও তৈরি ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের বৈঠকে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করা হয়েছে। কংগ্রেস সেই নামে সায় দিয়েছে।