বৃহস্পতিবারই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। যদিও জে এম এম-এর তরফে জানানো হয়েছিল আগামী রবিবার অর্থাৎ ৭ তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। যদিও তার দুদিন আগেই শপথ নিলেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান ঝাড়খন্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ।
বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আর জে ডি নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন হেমন্ত সোরেন। তারপর রাজভবনেই জোটের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। এবং বৈঠক শেষে জানানো হয় রবিবার নয় বৃহস্পতিবার বিকালেই শপথ নেবেন জে এম এম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র।
আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। সেসময় মুখ্যমন্ত্রী ছিলেন জে এম এম নেতা চম্পাই সোরেন। কয়েকদিন আগেই জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। এবং তারপরেই ফের তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে।