মাঝ আকাশে বড়সড় বিপদ। আকাশ থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথে। যদিও কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, কেদারনাথ ধামে গিয়েছিল একটি হেলিকপ্টার। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ফলে ওই হেলিকপ্টারটিকে এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনছিল MI 17 চপার।
চেন এবং তারের দড়ি দিয়ে MI 17 হেলিকপ্টারের সঙ্গে বাঁধা হয়েছিল বিকল হয়ে যাওয়া চপারটিকে। তারপর সেখান থেকে টেক-অফ করে উদ্ধারকারী হেলিকপ্টারটি। কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে দুর্ঘটনায় পড়ে সেটি। হঠাৎই তার ও চেন ছিঁড়ে নীচে পড়ে যায়। মন্দাকিনী নদীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে। এবং টুকরো টুকরো হয়ে যায় সেটি।
সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, এয়ারলিফট করে আনার পথে দুর্ঘটনাটি ঘটে। চেন ছিঁড়ে পড়ে যায় সেটি। বিপর্যয় মোকাবিলা দফতর অতি দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এদিকে প্রবল বৃষ্টির জেরে অগাস্ট মাসে দীর্ঘসময় পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল। তাই অনেকেই চপাড়ে করে সেখানে পৌঁছন। এই পরিস্থিতিতে চেন ছিঁড়ে হেলিকপ্টার পড়ে যাওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কে পর্যটকরা।