মুম্বইয়ে ভয়ঙ্কর ধুলোঝড়। সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় বিরাট বিলবোর্ড ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৫৪জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১০০ জনের আটকে থাকার সম্ভাবনা আছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।
এই মরশুমে মুম্বইয়ে প্রথম বৃষ্টি। সোমবার দুপুর ৩টে নাগাদ হঠাৎ আকাশ কালো ধুলোতে ঢেকে যায়। প্রবল ঝড় ওঠে। ঘাটকোপার ইস্ট এলাকায় বিরাট আকারের বিলবোর্ড একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ে। ভিডিয়োতে দেখা যায়, ওই বিল বোর্ডের নিচে কয়েকটি গাড়িও ছিল। ঝড়ের প্রভাবে মুম্বইয়ে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবাও সাময়িক বিঘ্নিত হয়।
মৌসম ভবনের পূর্বাভাস ছিল, ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হয়।