টানা ৬ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত । উত্তরাখণ্ড, হিমাচল থেকে দিল্লি...সব জায়গায় বানভাসি অবস্থা । সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা । বন্যা ও ধসের কারণে এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। তার মধ্যে হিমাচলেই মৃত্যু হয়েছে ৯১ জনের । উত্তরাখণ্ড ও হরিয়ানায় ১৬ জন, পঞ্জাবে ১১ জন ও উত্তরপ্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে । এখনও ১৭ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের ।
মৌসন ভবন জানিয়েছে, ১৬ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। মানুষকে আরও সতর্ক থাকতে হবে । এদিকে, দিল্লিতেও বানভাসি অবস্থা । বৃহস্পতিবার যমুনার জল ঢুকে পড়েছিল লালকেল্লা চত্বরে। লালকেল্লার দেওয়াল ছুঁয়েছে যমুনার জল। এদিকে, শুক্রবার যমুনার জল ঢুকে পড়েছে সুপ্রিম কোর্টের কাছেও। ডুবেছে রাজঘাট । এই পরিস্থিতিতে রাজধানীতে সেনা নামানো হয়েছে । বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনার সাহায্য চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। এরপরই দিল্লির রাস্তায় রাস্তায় সেনা নামানো হয় । রবিবার পর্যন্ত বন্ধ দিল্লির সব স্কুল।
এদিকে, প্রবল বৃষ্টিতে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো জায়গায় আটকে পড়েছেন বহু পর্যটক । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে ।