জামিন পেলেন না অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে গেল। বুধবার বিচারক দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রতর মামলার শুনানি পিছিয়ে দেন বলেই খবর। ইডি কেন অনুব্রতের জামিনের বিরোধিতা করছে, তা এদিন শুনানির শুরুতেই জানতে চান বিচারক। তখন ইডির আইনজীবী বলেন, অনুব্রতকে বহু পরে হেফাজতে নেওয়ায় জেরা সম্পূর্ণ হয়নি আধিকারিকদের।
অন্যদিকে, অনুব্রতর আইনজীবী জানান, তাঁর মক্কেলকে হেফাজতে নেওয়ার কারণ জানায়নি ইডি। চার্জশিট দেওয়া হয়নি বলেও দাবি অনুব্রতর আইনজীবীর। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলার পরবর্তী শুনানি ধার্য হয় আগামী ২৭ জুলাই। পাশাপাশি, আসানসোলে তৃণমূল নেতাকে ফেরাতে চেয়ে দায়ের হয় আরেকটি মামলা। সেই মামলার শুনানিও পিছিয়ে গেল বলেই খবর।
আরও পড়ুন- Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, ৫ বছরের জেল হতে পারে অভিযুক্তদের, সতর্ক করল রেল