কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর স্বাস্থ্যের আংশিক অবনতি (Sonia Gandhi's health condition) হয়েছে। শুক্রবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর নাক দিয়ে রক্তপাত হচ্ছে। পাশাপাশি শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণ রয়েছে রাজীব-পত্নীর। করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী। বর্তমানে কোভিড-পরবর্তী শারীরিক অসুস্থতা রয়েছে কংগ্রেস সভানেত্রীর(Health bulletin of Sonia Gandhi)।
এক বিবৃতিতে এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ(Jairam Ramesh) জানিয়েছেন, ‘গত ১২ জুন কংগ্রেস সভাপতিকে গঙ্গারাম হাসপাতালে(Gangaram Hospital) ভর্তি করা হয়। কোভিড সংক্রমণের জেরে তাঁর নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তাঁর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ ঘটেছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে’।
চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald Case) জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। কোভিড সংক্রমণের জেরে ইডি দফতরে হাজিরা দিতে পারেননি সনিয়া। নতুন করে আগামী ২৩ জুন রাজীব-পত্নীকে ফের তলব করেছে ইডি(Enforcement Directorate) ।