জিন্স পরা যাবে না। করা যাবে না মেকআপ। ব্যাকলেস টপ, স্কার্ট, পালাজো প্যান্ট, ভারী গয়না কিছুই পরতে পারবেন না মহিলা চিকিৎসকরা। সম্প্রতি এমনি এক নির্দেশিকা জারি করেছে হরিয়ানা সরকার (Haryana government)। বৃহস্পতিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি থেকে হরিয়ানার সমস্ত সরকারি হাসপাতালে এই নয়া নির্দেশিকা চালু করা হয়েছে। এমনকি এও জানানো হয়েছে যদি কেউ নির্দিষ্ট পোশাক বিধি না মেনে আসেন তাঁকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। হতে পারে শাস্তিও।
এই নির্দেশিকা অনুযায়ী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কোনও রঙের ডেনিম জিন্স, স্ট্রেচেবল টি-শার্ট বা প্যান্ট, অফ শোল্ডার টপ কিছুই পরতে পারবেন না। এমনকি নিরাপত্তা কর্মী, গাড়িচালক, সাফাইকর্মী এবং রান্নার কাজে যুক্ত কর্মীদের জন্যও নির্দিষ্ট ড্রেস কোড বলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- 'ডায়নামিক ইউথ আইকন', ফের রাহুল-প্রশস্তিতে পঞ্চমুখ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
কেন ড্রেস কোড চালু করা হয়েছে? তা ব্যাখ্যা করে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী (Haryana Health Ministe) অনিল ভিজ বলেছেন, 'হাসপাতালগুলিতে চিকিৎসক এবং রোগীদের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে। তাই স্টাফ সদস্যদের জন্য ড্রেস কোড কার্যকর করা হবে। এর ফলে রোগীরা আরও ভাল স্বাস্থ্য সুবিধা পাবেন।