দেশের ৭৫তম স্বাধীনতাকে উপলক্ষ্য করে শনিবার থেকে শুরু হল 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। এদিন সকালে দিল্লির বাসভবনে সস্ত্রীক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় পতাকা উত্তোলন করে এই কর্মসূচির সূচনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেন, দেশের ৭৫তম স্বাধীনতাকে স্মরণ করে রাখতে প্রত্যেক দেশবাসীর নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত। এই কর্মসূচি আগামী ১৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Covid-19 in India: ফের বাড়ছে কোভিড, স্বাধীনতা দিবসে দেশ জুড়ে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
পাশাপাশি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশ নেন। গুয়াহাটিতে প্রভাতফেরীর মধ্যে দিয়ে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানানো হয়।