আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। আমন্ত্রিত দেশ-বিদেশের কয়েক হাজার অতিথি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওই দিন এবার অফিসে অর্ধদিবস ছুটির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সব অফিসে হাফ ডে ছুটির ঘোষণা করেছেন। ১৬ জানুয়ারি থেকে রামমন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।
তবে মূল অনুষ্ঠান আগামী ২২ জানুয়ারি। নির্দিষ্ট তিথি মেনে দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো অর্চনা শুরু হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন তাই হাফ ডে ছুটি থাকবে সব কেন্দ্রীয় সরকারি অফিসে।