গুজরাতের মোরবি নদীর সেতু দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে অন্তত ১৪১। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে প্রায় ১০০ জনের কাছাকাছি এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতেই উদ্ধারকাজ বন্ধ করতে বাধ্য হল প্রশাসন। দিনের আলো নিভে রাত নামার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে আবার শুরু করা হবে উদ্ধারকাজ। রাতের অন্ধকারে নদীর ঘোলাজলে দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছে উদ্ধারকারী দল।
প্রসঙ্গত,কিছুদিন আগেই মোরবি নদীর উপর ঝুলন্ত সেতু সংস্কার হয়েছিল। মাত্র ৬ দিন আগে এই সেতু খুলে দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ মানুষ এই সেতুতে উঠে পড়ে বলে দাবি স্থানীয়দের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যায়, ওই সেতুর উপর অনেকেই ছোটাছুটি, লাফালাফি করছেন। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।