গণনা শুরুর আধঘন্টার মধ্যেই গুজরাটে বিজেপির(BJP win in Gujarat) প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। বেলা ১০টা বাজতেই দেখা গেল ১৮২ আসনের বিধানসভায় ১৫০টিরও বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। পদ্ম শিবিরের কাছে কার্যত ধরাশায়ী কংগ্রেস(Congress in Gujarat)। তাঁদের ঝুলিতে যেতে পারে মাত্র ২৬টি আসন। এদিকে কেজরিওয়ালের আপ উল্লেখযোগ্য ফল করতে পারেনি গুজরাটে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল(Bhupendra Patel wins) ঘাটলোধিয়া থেকে বিরাট ব্যবধানে এগিয়ে গিয়েছেন। ফলাফল সামনে আসতেই ফুল-মিষ্টি-বাজি-পটকা নিয়ে উৎসবে মেতেছেন বিজেপি কর্মীরা(BJP workers celebration)। উল্লেখ্য, ১৯৮৫ সালে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। এখনও সেটাই রেকর্ড গুজরাটে। এবার কি সেই রেকর্ডও ভেঙে ফেলবে বিজেপি?
গুজরাটের লড়াই এবার ত্রিমুখী। এবার নির্বাচনে শাসক দল বিজেপির(BJP) সঙ্গে লড়াই করেছে কংগ্রেস(Congress) ও আম আদমি পার্টি(AAP)। গুজরাট বিধানসভায় ১৮২টি আসন। গুজরাট বিধানসভায় ম্যাজিক ফিগার ৯২। এবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৬৩.৩ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৪.৬৫ শতাংশ।
বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে ১১৭-১৪৮টি আসন পেতে পারে বিজেপি(BJP in Gujarat Assembly Election)। কংগ্রেস পেতে পারে ৩০-৫১টি আসন। বুথফেরত সমীক্ষায় দাবি, ৩-১৩টি আসন পাবে আপ(AAP)। হিমাচলে(Himachal Assembly Election 2022) হাড্ডাহাড্ডি লড়াই হবে।