দ্বিতীয় দফায় আহমেদাবাদের ১৬ টি আসনসহ গুজরাতের (Gujarat 2nd phase election) ৯৩টি আসনের ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার। শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলও ভোট দিয়েছেন ।
মূলত উত্তর এবং মধ্য গুজরাটের ১৪ টি জেলাজুড়ে ভোটগ্রহণ হচ্ছে আজ। বদোদরা এবং গান্ধীনগরও রয়েছে এর মধ্যে। দ্বিতীয় দফায় সব মিলিয়ে ভোটারের সংখ্যা আড়াই কোটি।
Qatar World Cup QF Stage: শেষ আটে কমলা ব্রিগেডের সামনে মেসিরা, ফরাসিদের মুখোমুখি ইংরেজ ব্রিগেড
কংগ্রেসের পাশাপাশি বিজেপি-র প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি৷ ৯৩টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে আপ৷ অন্যদিকে ৯০টি আসনে লড়ছে কংগ্রেস৷ তাদের জোটসঙ্গী এনসিপি লড়ছে ২টি আসনে৷
দ্বিতীয় দফার এই ভোটে লড়ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷ আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷
গত ১ ডিসেম্বর ৮৯ টি আসনে ভোটগ্রহণ হয়েছে গুজরাটে।