মায়ের মৃত্যুর পরেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন বাবা৷ দ্বিতীয় বার বিয়ে করে সংসার পেতেছিলেন৷ ছোট মেয়েটিকে দেখার কেউ ছিল না। অসহায় সৃজাকে নিজেদের কাছে নিয়ে গিয়েছিলেন দাদু-দিদা। সেই প্রবীণ দম্পতির মুখ উজ্জ্বল করল মেয়ে। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় সে পেয়েছে ৯৯.৪ শতাংশ নম্বর।
পাটনার বাসিন্দা এই তরুণীর সাফল্যের কাহিনী ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ধন্য ধন্য করছেন নেট নাগরিকেরা। মা মরা মেয়েকে ছেড়ে যাওয়া বাবার দিকে উড়ে আসছে কটাক্ষ। সৃজার দিদাও কটাক্ষ করেছেন জামাইকে। তাঁর কথায়, মেয়ের এমন দুর্দান্ত ফলাফল দেখে পস্তাতে হবে বাবাকে৷ অভিযোগ, স্ত্রীয়ের মৃত্যুর পর একটি বারের জন্যও মেয়েকে দেখতে আসেননি ওই ব্যক্তি।
Baishakhi Banerjee: 'মমতার পর নিজেকেই দলে শ্রেষ্ঠ ভাবতেন পার্থ', বিস্ফোরক মন্তব্য বৈশাখীর
কার্যত অভিভাবকহীন সৃজার দারুণ ফলাফল বহু তরুণ তরুণীকে উদ্দীপ্ত করবে বলেই অভিমত বিশিষ্টজনদের। রাজনীতিবিদ বরুণ গান্ধী এই সংক্রান্ত ভিডিও শেয়ার করেছেন। সৃজার দিদিমার প্রতি তাঁর বার্তা, যে কোনও রকম কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তিনি।