বড়সড় পরিবর্তন আসতে পারে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পে। এবার থেকে ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের থেকে। এমনকি, সর্বাধিক বয়সের সীমাও বৃদ্ধি করা হতে পারে।
অগ্নিপথ প্রকল্প নিয়ে গত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা দেশ। বর্তমানে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সীরা অগ্নিপথ প্রকল্পের অধীনে আবেদন করতে পারেন। তবে নয়া পরিকল্পনা অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হতে পারে।
জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাসের অগ্নিবীরদের জন্য যে নিয়ম প্রকাশিত হয়েছিল সেই নিয়মই এখনও বলবৎ রয়েছে। কিন্তু ভারতীয় সেনা মনে করছে এর ফলে অনেকে আবেদন করতে পারছেন না। সেকারণেই বয়সসীমা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।