১৮ টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার (Pharma Company) লাইসেন্স বাতিল কেন্দ্রের। অভিযোগ জাল ওষুধ তৈরির। অভিযোগের ভিত্তিতে দেশের ২০ রাজ্যের প্রায় ৭৬ টি সংস্থা পরিদর্শন করে ডিজিসিএ। বিদেশে ভেজাল ওষুধ রপ্তানিরও অভিযোগ রয়েছে সংস্থাগুলির বিরুদ্ধে৷ এর ভিত্তিতে হিমাচল প্রদেশে ৭০ টি, উত্তরাখণ্ডে ৪৫ টি, মধ্যপ্রদেশের ২৩ টি কোম্পানির বিরুদ্ধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ২৬ টি সংস্থাকে ধরানো হয়েছে শো-কজ নোটিশ।
এদিকে নতুন অর্থবর্ষে দাম বাড়তে চলেছে অত্যাবশ্যক ওষুধের। ১ লা এপ্রিল থেকে মোট ৮০০ রকম ওষুধের দাম ১২ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। সোমবার একথা জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।