১৫৬টি ফিক্সড ডোজের ওষুধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই ওষুধের সবগুলিই ফিক্সড ডোজ ওষুধ (Fixed Dose Combination) এবং সর্বাধিক ব্যবহারযোগ্য। তারমধ্যে যেমন রয়েছে পেইনকিলার, মাল্টিভিটামিন এবং অ্য়ান্টিবায়োটিক। ২১ অগাস্ট এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানেই ১৫৬টি ওষুধের বিষয়ে জানানো হয়েছে।
কোন কোন রোগের ওষুধ নিষিদ্ধ করা হয়েছে?
যে ওষুধগুলিকে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে অ্য়ান্টিবায়োটিক, অ্য়ান্টি অ্য়ালার্জিক ড্রাগ, মাল্টি ভিটামিন, জ্বরের কম্বিনেশন ড্রাগ এবং হাইপারটেনশনের ওষুধ। কেন্দ্রীয় সরকারের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল ড্রাগ টেকনিক্যাল অ্য়াডভাইসরি বোর্ড। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
কী কারণে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে?
এবিষয়ে ড্রাগ টেকনিক্যাল অ্য়াডভাইসরি বোর্ড জানিয়েছে, ফিক্সড ডোজ কম্বিনেশন বা FDC-তৈরি করার ক্ষেত্রে যে সব উপকরণ থাকে সেগুলি অযৌক্তিক। এবং মানব শরীরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। সেকারণে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে ওই FDC ওষুধগুলি তৈরি এবং বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সবথেকে বেশি যে FDC ব্যবহার করা হয় তারমধ্যে যে কম্বিনেশন রয়েছে সেটি হল ওমিপ্রাজল ম্যাগনেসিয়াম এবং ডাইক্লোমাইন HCL। এই ওষুধ মূলত পেটে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও মেফেনামিক অ্য়াসিড এবং প্যারাসিটমল ইনজেকশনেরও একটি FDC রয়েছে। যা ব্যাপক ভাবে ব্যবহার করা হয়।