হরিয়ানার সুকনায় ৯০তম প্রতিষ্ঠা দিবস পালন বায়ুসেনার (Indian Air Force Day)। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণে 'আত্মনির্ভরতা'-এর বার্তা দিলেন। স্বাধীনতার পর প্রথম তৈরি হল দেশের সমরাস্ত্র শাখা। পাশাপাশি শনিবার ডিজিট্যাল কমব্যাট ইউনিফর্মও প্রকাশ্যে আনেন তিনি।
স্বাধীনতার পর থেকে এই প্রথম বায়ুসেনার নতুন অপারেশনাল ব্রাঞ্চ তৈরি হয়। এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরি জানান, "এই ঐতিহাসিক দিনে কেন্দ্রীয় সরকার বায়ুসেনার অফিসারদের নতুন সমরাস্ত্র শাখা গড়ার প্রস্তাব অনুমোদন করেছে। ফলে আগামী দিনে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রায় ৩,৪০০ কোটি টাকা সাশ্রয় হবে।"
আরও পড়ুন: ভারতীয় জলসীমায় পাক নৌকা, ৫০ কিলো মাদক সহ গুজরাট উপকূলে গ্রেফতার ৬ পাক নাগরিক
হরিয়ানার সুকনায় বায়ুসেনা দিবসে প্যারেডও অনুষ্ঠিত হয়। এই নতুন সমরাস্ত্র শাখার মাধ্যমে আকাশপথে যুদ্ধে আরও কয়েকধাপ এগিয়ে গেল বায়ুসেনা। এদিন বায়ুসেনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড, এয়ার মার্শাল শ্রীকুমার প্রভাকরণও।