অনলাইন গেমিং নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনই বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্র। এবার নতুন করে নয়া নীতিগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। ইন্টারনেটে অনলাইন গেমিং-এর মাধ্যমে বেটিং এবং দেদার অর্থ কামানো রুখতেই এই ব্যবস্থা। এবার থেকে যে সব অনলাইন গেমিং-এর মাধ্যমে হাতে টাকা পাওয়া যায়, তাদের দিকে কড়া নজর রাখতে একটি বিশেষ নিয়ন্ত্রণ কমিটি গঠনের নীতি জারি করা হল।
অর্থের লেনদেন জড়িত এমন অনলাইন গেমিং অনুমতিযোগ্য কি না, তা আগে খতিয়ে দেখবে ওই বিশেষ কমিটি। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, যে সব অনলাইন গেমিং-এর সঙ্গে টাকাপয়সার সরাসরি সম্পর্ক রয়েছে সেখানে ভেরিফিকেশনের চিহ্ন থাকতে হবে। শুধু তাই নয়, এসআরবি কনসিসটেন্টের মাধ্যমে তাকে ভেরিফাই করতে হবে।
উল্লেখ্য, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে গেমিং-এর বিভিন্ন বিষয়ে যে নিয়ম রয়েছে তা বিশ্লেষণ করে এদেশের জন্য একটি নীতি তৈরি করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও ঠিক হয়েছিল, অনলাইন গেম থেকে যাতে কোনও গেমারের ক্ষতি না হয় এবং আসক্তি না চলে আসে সেদিকে নজর রাখবে ওই কমিটি। ওই প্যানেল অনলাইন গেম নিয়ে আইন তৈরিও করবে।