দেশের ৭৪-তম প্রজাতন্ত্র দিবসের ছাপ এবার গুগল ডুডলেও! গুগল খুললেই চোখে পড়বে কর্তব্য পথ, সেনাবাহিনীর কুচকাওয়াজ, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, নর্থ ব্লক, ও সাউথ ব্লকের ছবি দিয়ে বানানো একটি কোলাজ। এটি এঁকেছেন গুজরাটের শিল্পী পার্থ কোথেকার। এর ওপরে রয়েছে একটি ময়ূর এবং ফ্লোরাল প্রিন্টের নকশাও। শুধু তাই নয়, কীভাবে ডুডলটি বানানো হল, তার ভিডিয়োও দেখেতে পাওয়া যাবে। শিল্পী পার্থ কোথেকার বলেন, "এই ডুডলটি বানানোর সময় আমার উদ্দেশ্য ছিল, ভারতবর্ষের একটি পোর্ট্রেট তৈরি করা"।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের সংবিধান কার্যকর করা হয়। দিনটিকে স্মরণ করে প্রতি বছরের মতো এই বছরেও দেশজুড়ে পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। চলে সেনাবহিনীর কুচকাওয়াজ। যেখানে উপস্থিত থাকেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। এই বছর প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে থাকছেন মিশরের এ বছর অন্যতম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ এল-সিসি।