লাইন আছে। ট্রেনও আছে। শুধু চালক নেই। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে ভারতীয় রেলে। চালক ছাড়াই ট্রেন চলল প্রায় ৭০ কিলোমিটার। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কাঠুয়া স্টেশনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় রেল।
ঠিক কী হয়েছে?
জানা গিয়েছে, মালবাহী গাড়িটি জম্মু থেকে ফিরছিল। ওই ট্রেনের ড্রাইভার কাঠুয়া স্টেশনে নেমেছিলেন। তখনই আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। প্রায় ৭০ কিলোমিটার যায় ট্রেনটি। শেষ পর্যন্ত ট্রেনটি থামে পঞ্জাবের মুকেরিয়ান এলাকার উচ্চি বাসির কাছে।
আরও পড়ুন - বিজেপির প্রথম ১০০ কবে ? ঘোষণা হতে পারে আগামী সপ্তাহেই
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাঠানকোটের দিকে ঢাল থাকার কারণে এই ঘটনাটি ঘটে। তবে, কোনও হতাহতের খবরও নেই। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।