দিল্লিতে উল্টে গেল মালগাড়ি। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে, দিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে প্যাটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে।
জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মালগাড়ির কমপক্ষে ৮টি ওয়াগন উল্টে গিয়েছে। মালগাড়ির নিচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যদিও কোনও হতাহতের খবর কিছু জানায়নি আরপিএফ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন: এই দেশ ভালবাসার দেশ, বিদ্বেষের নয়', প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে বার্তা রাহুল গান্ধীর
আরপিএফ সূত্রে খবর, মালগাড়িটিতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পড়ে সেই লোহার শিট। বস্তির পাশেই রেললাইন। কামরার নিচে কয়েকজন আটকে আছে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। কীভাবে মালগাড়িটি উল্টে গেল, তা জানা যায়নি।