১২ বছরের একরত্তির দুরন্ত কীর্তি! মাত্র সাড়ে ৬২ ঘণ্টার মধ্যে ৬ হাজার মিটারের থেকে বেশি উঁচু তিনটি শৃঙ্গ স্পর্শ করল সে। গোয়ার বাসিন্দা গুঞ্জন পঙ্কজ প্রভু নারভেকর নামের ওই বালিকা লাদাখের মার্খা উপত্যকার দ্বিতীয় মাউন্ট কাং ইয়াৎসে (৬২৫০ মিটার), মাউন্ট রেপোনি মল্লারি ওয়ান (৬০৯৭ মিটার) এবং দ্বিতীয় মাউন্ট রেপোনি মল্লারি (৬১১৩ মিটার) শৃঙ্গ স্পর্শ করল।
আরও পড়ুন: বিদেশের মাটিতে টেস্টে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন রোহিত শর্মাকে, কী বললেন 'হিটম্যান'
তুষারপাতের কারণে শৃঙ্গে অভিযান খুব সহজ ছিল না গুঞ্জনের পক্ষে। কোনও কোনও জায়গায় হাঁটু পর্যন্ত পা বরফে ডুবে যাচ্ছিল বলেও জানায় সে। তা সত্ত্বেও, একরত্তির অদম্য জেদের কাছে হার মানল পাহাড়! কোনওরকম চোটও আঘাতও তাঁর লাগেনি বলে জানিয়েছে গুঞ্জন। এরপর তার লক্ষ্য, এভারেস্ট ও মাউন্ট অন্নপূর্ণা জয় করা।
উল্লেখ্য, এর আগে ৭২ ঘণ্টায় ৬০০০ মিটারের দুটি শৃঙ্গে উঠে ১৩ বছরের এক বালক রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডই ভাঙল গুঞ্জন।