সোমবার গোয়া (Goa) বিধানসভা নির্বাচন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আরব সাগরের তীরের ছোট্ট রাজ্যের ক্ষমতা দখল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবারের নির্বাচনের দিকে তাই বিশেষ নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের।
গোয়ার বিধানসভা নির্বাচন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে কার্যত অগ্নিপরীক্ষা। মূলত তাঁর নেতৃত্বেই লড়ছে দল। অভিষেকের নেতৃত্ব নিয়ে দলের সিনিয়র নেতাদের ক্ষোভ রয়েছে বলে জল্পনা। একজন সাংসদ সরাসরি মন্তব্য করেছেন, গোয়ায় সরকার গড়তে পারলে তবেই তিনি অভিষেককে নেতা হিসাবে মানবেন।
আরও পড়ুন: Municipal Election 2022: সবচেয়ে বেশি ভোট শিলিগুড়িতে, নির্বিঘ্নেই চার পুরনিগমের ভোট, দাবি কমিশনের
গোয়ায় তৃণমূলের সামনে কঠিন চ্যালেঞ্জ। একাধিক হেভিওয়েট নেতা দলে এলেও এখনও দলের জনভিত্তি পরীক্ষিত নয়। বিজেপি, কংগ্রেসের পাশাপাশি বড় শক্তি আম আদমি পার্টিও।