পশুপ্রেমীদের লাগাতার আন্দোলনের জেরে কুকুরের মাংস (Dog’s Meat) বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নাগাল্যান্ড সরকার (Nagaland Government)। নাগাল্যান্ড সরকারের এই নিষেধাজ্ঞা বাতিল করল গুয়াহাটি হাইকোর্ট (Gauhati High Court)।
গত ২ জুন হাইকোর্টের কোহিমা বেঞ্চ জানায় "আধুনিক সময়েও নাগাল্যান্ডের মানুষ কুকুরের মাংসকে আদর্শ এবং স্বীকৃত খাবার হিসেবেই মনে করে”।
Summer Care : গরমে ৩-৪ বার স্নান করে ঠিক করছেন ? শরীর সুস্থ রাখতে এই বিষয়গুলি মাথায় রাখুন
নিষেধাজ্ঞা জারি করে কুকুরের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছিল নাগা সরকার। শুধু বাণিজ্যিক ভাবে বিক্রি বন্ধ করাই নয়, কুকুরের মাংস খাওয়া অপরাধ হিসেবে গণ্য করা হত উত্তরপূর্বের এই রাজ্যে। আপাতত সেই নিষেধাজ্ঞা বাতিল করল গুয়াহাটি হাইকোর্ট।