ছেলের শেষকৃত্যের দিনেই উত্তরপ্রদেশ পুলিশের সামনেই খুন হয়ে গেলেন বাবা। শনিবার প্রয়াগরাজে দুষ্কৃতী হামলায় খুন গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আতিককে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময়ে এই হামলা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পর আতিক এবং আশরফকে ঘিরে চলে গুলি। পুলিশ ঘটনাস্থল থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করছে। উদ্ধার হয়েছে বন্দুক।
সম্প্রতি উমেশ খান হত্যা মামলায় আতিকের ছেলে আসাদ ও তার সঙ্গী গুলামকে গুলি করে মেরেছিল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার ছিল আসাদের শেষকৃত্য। তারজন্য আদালতের আবেদন করেছিল গ্যাংস্টার আতিক। তার আইনজীবী জানিয়েছেন, শুক্রবার সরকারি ছুটি থাকার কারণে শনিবার এই আবেদন আদালতে পাঠানো হয়েছিল।
শনিবার এই ঘটনার অনেক আগেই আসাদের শেষকৃত্য হয়ে গিয়েছিল। ফলে ছেলে আসাদের শেষকৃত্যের দিনেই খুন হয়ে গেল বাবা আতিকও। এদিন সকালেই কড়া পুলিশি পাহাড়ায় আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। আইনি জটিলতার জেরে ছেলে শেষকৃত্যে থাকতে পারেনি আতিক।