উত্তরপ্রদেশের আতিকের ঘটনার ছায়া এবার ফিরে এল বিহারের পাটনায়। শুক্রবার আদালত চত্বরের মধ্যেই গ্যাংস্টার ছোটে সরকারকে গুলি করে মারল একদল দুষ্কৃতী। বিহারের বিউড় জেল থেকে একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক কুমার, যে ছোটে সরকার নামে পরিচিত, তাকে পাটনার আদালতে তোলা হচ্ছিল।
পুলিশের সামনেই গ্যাংস্টারকে টার্গেট করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ছোটে সরকারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে বুলেট-সহ বন্দুক উদ্ধার করা হয়েছে।
এপ্রিল মাসে উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিক আহমেদকে এভাবেই গুলি করে দুষ্কৃতীরা। চারপাশে তখন পুলিশের কড়া নজরদারি। সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে যাচ্ছিল দুই গ্যাংস্টার।