পরাধীন ভারতের কোটি কোটি নিপীড়িত মানুষের বুকে স্বাধীনতা এবং অহিংসার প্রদীপ জ্বালিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী (Mhatma Gandhi)। তিনি তো কেবল ভারতের 'জাতির জনক' (Father Of the Nation) নন। গোটা বিশ্বের কাছে পরম পূজনীয় এক মনীষী। আজ, ২ অক্টোবর তাঁর জন্মদিবস। গোটা দেশে যথাযোগ্য মর্যাদা, পরম শ্রদ্ধায় পালিত হয় গান্ধী জয়ন্তী। রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় আর্ন্তজাতিক অহিংসা দিবস হিসাবে।
১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ৭৮ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি মানবতা, শান্তি এবং অহিংসার বাণী প্রচার করে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে অহিংস পথে লড়াই করেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে। ভারতে ফিরে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। অহিংস অসহযোগ আন্দোলনের তিনিই স্রষ্টা। তাঁর ডাকে উদ্বেলিত হয়েছিলেন কোটি কোটি ভারতবাসী৷ তিনি হয়ে উঠেছিলেন আপামর জনতার প্রিয় 'গান্ধীবাবা'।
ভারতের ইতিহাস মহাত্মাকে বাদ দিয়ে লেখা যায় না। আজীবন তিনি ধর্মে ধর্মে ভেদাভেদ, জাতিভেদ প্রথা, শোষণ এবং হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর স্বপ্বের ভারত হয়তো এখনও প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু গোটা বিশ্বের মানবতাবাদী মনীষার কাছে তিনি চিরন্তন অনুপ্রেরণার উৎস।