এ এক বিরল ছবি। স্বাধীনতা দিবসের প্রাক-কালে জম্মু-কাশ্মীরের ডোডার ছবিতে মুগ্ধ এখন দেশের নেটিজেনরা। মঙ্গলবার স্বাধীনতা দিবসের আগে স্থানীয় গণপতি সেতু সাজল তেরঙ্গা আলোতে। সম্প্রতি উপত্যকায় শুরু হয়েছিল প্রাক-স্বাধীনতা পালনের অনুষ্ঠান। যার সম্পত্তি ঘটল এই সেতুর উপরে। কড়া নিরাপত্তার মধ্যেই এই সেতুর উপরে হাজির ছিলেন হাজারো উপত্যকার মানুষ। যে ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।
লালকেল্লার নিরাপত্তায় এবার আর্টিফিশিয়াল ইন্ট্যালেজেন্স। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১০ হাজার নিরাপত্তারক্ষী। বসানো হচ্ছে হাজারের বেশি ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, হরিয়ানার নুহ এবং মণিপুরের অশান্তির কথা মাথায় রেখে এবার নিরাপত্তাকে ঢেলে সাজানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও জঙ্গি হামলার ভ্রুকুটি থাকছে। তাই স্নাইপার থেকে সোয়াট, সবই থাকছে লালকেল্লা ঘিরে।