দীর্ঘ প্রস্তুতি পর্ব পেরিয়ে ৯ সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীতে শুরু হল দু'দিনের জি ২০ সামিট (G 20 Summit)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণ দিয়েই শুরু হল বৈঠক। শুক্রবারই, নয়া দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন জি ২০ দেশের রাষ্ট্রনেতারা। সম্মেলনে দুটি পর্যায়ে আলোচনা হওয়ার কথা। রয়েছে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও।
আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগেই একে একে সম্মলন স্থলে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম প্রমুখরা।
G20 Summit: দিল্লিতে পৌঁছলেন জো বাইডেন, যোগ দ্বিপাক্ষিক বৈঠকে
বৈঠক শুরুর প্রথমেই ভারতের প্রস্তাব অনুযায়ী সর্বসম্মত ভাবে জি ২০-র সদস্যপদ গ্রহণ করল আফ্রিকান ইউনিয়ন।