ভারতীয় রেলে (Indian Rail) আর কোনও 'গার্ড' থাকবেন না। এবার থেকে তাঁদের বলা হবে 'ট্রেন ম্যানেজার'। গার্ডদের দীর্ঘদিনের দাবি মেনে এমনি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তবে এতে গার্ডদের বেতন, পদমর্যাদা কিছুরই বদল হবে না।
অর্থাৎ, হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে ঢুকে "গার্ডসাহেব, এই ট্রেন কি অমুক স্টেশনে যাবে?" জিজ্ঞেস করার দিন শেষ। ট্রেনের এক্কেবারের শেষ কামরা লাল-সবুজ নিশান হাতে সাদা ইউনিফর্মে যিনি দাঁড়িয়ে থাকবে, তিনি হলেন ট্রেন ম্যানেজার (Train Manager)।
আরও পড়ুন: National Army Day: সেনা দিবসে টুইট প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, কৃতজ্ঞতা জানালেন দেশের অতন্ত্র প্রহরীদের
এখন থেকে গার্ডদের পরিচয় বদলে গিয়ে হবে অ্যাসিসট্যান্ট ট্রেন ম্যানেজার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার ইত্যাদি। গত বৃহস্পতিবার টুইট করে এমনটাই জানিয়েছে রেলমন্ত্রক। একই সঙ্গে জানানো হয়েছে, এই নামবদলের ফলে নিয়োগ পদ্ধতি থেকে পদোন্নতি, বেতন কাঠামো থেকে অন্যান্য সুযোগ-সুবিধার কোনও বদল হবে না।