ক্যামেরার দিকে তাকিয়ে সমানে কোনও ব্যাঙকে (Frog) ডাকতে দেখেছেন ? দেখেননি তো ? সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে ডেকে চলেছে একটি ব্যাঙ । মাঝে হয়তো ২-৩ সেকেণ্ডের বিরতি । ব্যস, তারপরই দেখা যাচ্ছে আরও জোর ডাকছে ব্যাঙটি । এরকম ঘটনা বিরল । এই ভিডিও সামনে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় । প্রচুর কমেন্টস আর ভিউস পেয়েছে এই ভিডিওটি ।
আরও পড়ুন, Elon Musk Coca-Cola: টুইটারের পর কি এবার কোকাকোলা! এলন মাস্কের টুইটে শোরগোল সোশ্যাল মিডিয়ায়
এই ভিডিওতে যে ব্যাঙটিকে দেখা যাচ্ছে, এটা মূল বাজেট প্রজাতিত ব্যাঙ । এক ব্যাঙ বিশেষজ্ঞ জানাচ্ছেন, ব্যাঙের মধ্যে এধরনের আচরণ সাধারণত দেখা যায়, রাগ প্রদর্শনের সময় । বাজেট প্রজাতির ব্যাঙ অন্যান্য ব্যাঙ, শামুক এবং পোকামাকড় খায় এবং ৪-৫ ইঞ্চি লম্বা হতে পারে ।