ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ । ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অতিথি হয়ে ভারতে এসেছেন মাকরঁ । দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন তিনি । শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের সকালেই ফ্রান্সে পড়তে ইচ্ছুক ভারতের ছাত্রছাত্রীদের জন্য এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট করলেন । কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, যা প্রজাতন্ত্র দিবসের উপহার বলে মনে করছেন ভারতের ছাত্রছাত্রীরা ।
কী ঘোষণা করলেন মাকরঁ ?
মাকরঁ পোস্টে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে। ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । তাঁর কথায়, ফ্রান্সে উচ্চশিক্ষা করার ক্ষেত্রে ভারতের ছাত্রছাত্রীদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হবে । যেমন, যাঁরা ফরাসি ভাষা জানেন না, তাঁরাও সুযোগ পাবেন । এছাড়া, ফ্রান্সে পড়াশোনা করেছেন, এমন প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে । উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে, তা নিশ্চিত করতে ফ্রান্স ও ভারত একসঙ্গে কাজ করবে ।
প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মাকরঁ । বৃহস্পতিবারই ভারতে এসেছেন তিনি । প্রথমে রাজস্থানে যান, সেখানে পরিদর্শন করেন অম্বর দুর্গ, জয়পুরের যন্তর মন্তর । তারপর দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করেন মাকরঁ ।