লোকসভা ভোটের সেমিফাইনালেই ফাইনাল জয়ের কৌশল খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছত্তিশগড়ের দূর্গে গিয়ে তাঁর ঘোষণা, বিজেপি সরকার ঠিক করছে আগামী আরও পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বণ্টন করা হবে। মানুষের ভালবাসা তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
রাজনৈতিক মহলের মতে, ছত্তিশগড়ে বিজেপির পালে হাওয়া টানতে প্রধানমন্ত্রীর এই কৌশল ঘোষণা। কারণ, এবার মধ্যপ্রদেশের পাশাপাশি ছত্তিশগড়ের তখতে ফেরাও লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। আর তাই দূর্গের জনসভায় ভোট ময়দানে রেশন কার্ড খেলে দিলেন নরেন্দ্র মোদী।
কোভিড কালে সরকার ঠিক করেছিল বিনামূল্যে রেশন বণ্টনের। প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় মাস ছয়েকের জন্য। কোভিড পরবর্তীকালে দফায় দফায় সেটা বাড়ানো হয়।