এবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার শ্রীনগরে অবস্থিত ED-র কার্যালয়ে দেখা করতে বলা হয়েছে ওই ন্যাশনাল কনফারেন্স নেতাকে।
জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্য়াসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ফারুক আবদুল্লা। সূত্র মারফত জানা গিয়েছে, সেসময় পদের অপব্যবহার করে টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ। বেআইনি টাকা আত্মস্যাৎও করেছেন তিনি। ওই অভিযোগের তদন্তের জন্যই ডেকে পাঠিয়েছে ED।
ইতিমধ্যে ওই অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এরপর ফের আর্থিক তছরুপের মামলার তদন্ত করেছে ED। যদিও ৮৬ বছর বয়সী ওই প্রবীণ নেতা হাজিরা এড়াতে পারেন বলে দলীয় সূত্রের খবর।