পুরী থেকে কলকাতা ফেরার পথে বাস দুর্ঘটনা। এই ঘটনায় নিহত পাঁচ। আহত কমপক্ষে ৩০ জন। পুলিশ জানিয়েছে, জাজপুরের বারাবট্টি সেতু থেকে উল্টে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। যাত্রীদের উদ্ধারে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দরা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৫০ জন যাত্রী নিয়ে পুরী থেকে এদিন সন্ধ্যায় কলকাতায় আসছিল বাসটি। জাজপুরের বারবটি সেতুতে উঠতে হঠাৎ ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। সটান সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আসে ১০টির বেশি অ্যাম্বুল্যান্স। আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।