দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রাম বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল । আর যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন গোটা দেশ, বিদেশের রাম ভক্তরা, সেইক্ষণও চলে আসে। উন্মোচন হল ৫১ ইঞ্জি রামচন্দ্রের মূল মূর্তির । দীর্ঘ অপেক্ষার পর রাম দর্শন সম্পন্ন হল ভক্তদের ।
শিল্পী অরুণ যোগীরাজের হাতে তৈরি হয়েছে রামের মূর্তি । কৃষ্ণ শিলায় রামের ৫ বছরের রূপ শোভা পেয়েছে । রামচন্দ্রের মূর্তিটি মাথা থেকে পা পর্যন্ত গয়নায় মোড়া । হাতে সোনার তীর-ধনুক । কপালে রূপো ও লাল তিলক শোভা পাচ্ছে । হলুদ ধুতি পরানো হয়েছে রামচন্দ্রকে । রঙিন ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে মূর্তিটি ।
'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের আগে রাম মূর্তিকে তীর্থস্থান থেকে আনা ১১৪টি কলশের জল দিয়ে স্নান করানো হয় । হাতে বস্ত্র ও মুকুট নিয়ে পায়ে হেঁটে গর্ভগৃহে পৌঁছন প্রধানমন্ত্রী । সেখানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মূর্তি উন্মোচনের পর পুষ্পার্ঘ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, RSS প্রধান মোহন ভগবৎ এবং যোগী আদিত্যনাথ।আরতিও করেন তাঁরা ।