চন্দ্রযান ৩ এর সাফল্যের পর এবার ইসরোর টার্গেট গগনযান। ২১ অক্টোবর দুর্গা সপ্তমীর দিন ইসরোর গগনযানের প্রথম পরীক্ষামূলক উড়ান হতে চলেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিক্যাল ডেভেলপমেন্ট ফ্লাইটটি উড়বে।
ISRO Gananyaan Mission: মিশন গগনযান, এবার মহাকাশে যাবে রোবট মানবী 'ব্যোমমিত্র'
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন, এ বার গগনযান মিশনে রোবট মানবী 'ব্যোমমিত্রা'-কে পাঠানো হবে মহাকাশে। এই প্রথম মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা হচ্ছে। আগামী ২০২৫ সালে এই অভিযানে ভারত থেকে মহাকাশচারীদের যাওয়ার কথা রয়েছে মহাশূন্যে। তার আগে মানববিহীন দুটি অভিযান হবে। সেখানেই থাকবে 'ব্যোমমিত্রা'।