করমন্ডল দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। ফের দুর্ঘটনার কবলে কন্যাকুমারীগামী একটি ট্রেন। শনিবার ভোর ৫.১৫ নাগাদ মাদুরাই স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে রামেশ্বরমের দিকে যাচ্ছিল IRCTC এর এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Shivshakti-Chandrayaan: চাঁদের মাটিতে 'শিবশক্তি', চন্দ্রযানের অবতরণস্থলের নামকরণ করলেন মোদী
প্রাথমিক অনুমান, ট্রেনের মধ্যে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই সিলিন্ডার লিক করে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। যে সময় দুর্ঘটনা ঘটে যাত্রীরা গভীর ঘুমে আছন্ন ছিলেন। মাদুরাই স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে উদ্ধারকার্য শুরু হয়। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।