শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একাধিক হাউজবোট। প্রশাসন সূত্রে খবর, এই আগুনে কোনও প্রাণহানি হয়নি। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তাও স্পষ্ট নয়। শনিবার ভোর ৫টা ১৫ নাগাদ ডাল লেকের ৯ নম্বর গেটে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমপক্ষে ৫টি হাউজবোট ও ৩টি কটেজে আগুন লাগে। জানা গিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। ডাল লেকের এই হাউজবোটগুলি শ্রীনগরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে। হঠাৎ করে কীভাবে আগুন লাগল, তা তদন্ত করছে পুলিশ।