আগুন লাগল দিল্লির এইমসের এন্ডোস্কোপি বিভাগে। খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতালের রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের দ্বিতীয় তলায় রয়েছে এন্ডোস্কপি বিভাগ। সোমবার বেলা ১২টা নাগাদ হঠাৎ আগুন লাগে সেখানে। খবর দেওয়া হয় দমকলে। অন্যদিকে ওই বিভাগে সেসময় কয়েকজন রোগীও ছিলেন। তাঁদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ৮ টি দমকল ইঞ্জিন পৌঁছয় সেখানে। এবং তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ওই বিভাগের নীচেই রয়েছে এইমসের জরুরি বিভাগ। আগুন যাতে সেখানে না পৌঁছয় তার জন্যও আগে থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল হাসপাতালের তরফে। এদিকে আগুন লাগার ঘটনার পর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন হাসপাতালের ডিরেক্টর। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।