আগুন লাগল দিল্লির আয়কর বিভাগে। মঙ্গলবার বিকালে ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দমকলের ২১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন ৭ জন।
কখন আগুন লাগে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩টে নাগাদ হঠাৎ দেখতে পাওয়া যায়। তারপর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় প্রায় ২১টি ইঞ্জিন। তারা প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আয়কর বিভাগের এক কর্মী জানিয়েছেন, তৃতীয় তলে প্রথম আগুন দেখতে পাওয়া যায়। তারপর সেখান থেকে বাকি তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মোট সাতজনকে।